বৃহস্পতিবার (১২ অক্টোবর) শুনানি শেষে চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু করেন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম।
আরাফাত সানী ও তার স্ত্রীর দাবিদার মামলাটির বাদিনী নাসরিন সুলতানা ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
গত ০৫ জানুয়ারি সানীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন তার স্ত্রীর দাবিদার নাসরিন সুলতানা। ২২ জানুয়ারি সানীকে ঢাকার সাভার থানার আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
টানা ৫৩ দিন কারাগারে আটক থাকার পর গত ১৫ মার্চ জামিনে মুক্তি পান তিনি।
গত ২২ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াহিয়া। পরে মামলাটি ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বিচারের জন্য বদলি করা হলে চার্জশিট আমলে নেন ট্রাইব্যুনাল।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমআই/এএসআর