ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

পর্যাপ্ত টিকেট থাকলেও ৩০ মিনিটেই ফাঁকা কাউন্টার! 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
পর্যাপ্ত টিকেট থাকলেও ৩০ মিনিটেই ফাঁকা কাউন্টার!  মিরপুর-২ নম্বর ইনডোর স্টেডিয়ামের সামনে ফাঁকা টিকেট কাউন্টার-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের পর্যাপ্ত টিকেট থাকলেও ৩০ মিনিটেই ফাঁকা হয়ে গেছে কাউন্টার। কর্মকর্তারা টিকেট নিয়ে বসে রয়েছেন, তবে দর্শক একেবারেই কম।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে মিরপুর-২ নম্বর ইনডোর স্টেডিয়ামের সামনে টিকেট বিক্রির এমন চিত্র দেখা গেছে। পৌনে ১০টা থেকে টিকেট বিক্রি শুরু হয়।

সোয়া ১০টায় প্রায় দেড়শো সমর্থকেরর কাছে টিকেট বিক্রি হয়। এরপর কাউন্টার প্রায় ফাঁকা হয়ে যায়। দুই-একজন বিচ্ছিন্নভাবে এসে টিকিট সংগ্রহ করছেন।  

বাংলাদেশের ম্যাচ মানেই টিকেট নিয়ে হাঙ্গামা, হট্টগোলের চিত্র! এমন চিরচেনা দৃশ্য চোখে পড়লো না। সকাল থেকে দেড়শোর মতো সমর্থক ইনডোর স্টেডিয়ামে টিকিটের প্রত্যাশায় লাইনে দাঁড়িয়ে ছিলেন। টিকেট বিক্রি শুরু হলে সুশৃঙ্খলভাবে টিকেট সংগ্রহ করেন তারা। শেষ ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে টিকেট হাতে হাসিমুখে ফেরেন টাইগার সমর্থকরা।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা বলছেন, আমাদের পর্যাপ্ত টিকেট রয়েছে। বিকেল ৫টা পর্যন্ত বিক্রি চলবে। দর্শকের চাপ একবারেই কম। বুধবার (২৪ জানুয়ারি) সকালে একটু ভিড় ছিলো। এরপর সারাদিন ধরে বিক্রি করতে হয়েছে।  

এদিকে, দ্রুত সময়ে টিকেট সংগ্রহ করতে পেরে আনন্দিত সমর্থকরা। তাজুল হোসেন নামে এক সমর্থক বলেন, টিকিট কিনতে আজকের মতো কম সময়ের মধ্যে আমি কখনও পাইনি। লাইনে দাঁড়ানার ৫ মিনিটের মধ্যেই টিকেট পেয়ে গেছি। খুব ভালো লাগছে। আশা করি, অন্য ম্যাচগুলোর মতো আজকেও জিতবো।  

আরেক দর্শক আরিফ বলেন, বাংলাদেশ ফাইনালে চলে গেছে, হয়তো এ কারণে ভিড় কম। তবে ফাইনালে ভয়াবহ চাপ পড়বে। যারা সব সময় খেলা পছন্দ করে তারাই টিকেট সংগ্রহ করছে।  

বুধবার লাইনে দাঁড়িয়ে ২২টা টিকেট কিনেছেন মরিময় বেগম। বৃহস্পতিবার ব্লাকে কম দামে ছেড়েও বিক্রি করতে গিয়েও পারছেন না তিনি।

মরিময় বলেন, টিকেটের চাহিদা একবারে কম। তবে খেলা শুরু হলে তখন বোঝা যাবে।

দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ও টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলা করবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বাংলাদেশ।

**‘অপরাজিত’ বাংলাদেশকে ফাইনালে দেখতে চান ক্রিকেটপ্রেমীরা

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।