৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচটি ড্র করতে পারলেই কেল্লাফতে। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে প্রথমবারেরমতো উঠে যাবে ৮ নাম্বারে।
র্যাংকিংয়ে এই মুহূর্তে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭২। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় ৮-এ ক্যারিবীয়রা, তারপরেই বাংলাদেশ। চান্দিমালদের সাথে ঢাকা টেস্ট জিততে পারলো ৬ পয়েন্ট নিয়ে টাইগারদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৮-এ। নুন্যতম সমতায় মাঠ ছাড়তে পারলে দুই পয়েন্টের কল্যানে টপকে যাবে ওয়েস্ট ইন্ডিজকে।
তবে হেরে গেলে এক পয়েন্ট কমে ৭১ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেছনেই থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস