গেল ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাকিবের আঙুলের ব্যান্ডেজ খোলার পর জানিয়ে দেয়া হয়, তিনি হাথুরুসিংহের শিষ্যদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না। কারণ পুরোপুরি ক্ষত সারতে আরও দুই সপ্তাহ সময় লাগবে।
সঙ্গত কারণেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি সাকিব। তবে খেলতে না পারলেও তিনি মাঠে আসেন। প্রেসিডেন্ট বক্সে বসে শ্রীলঙ্কার সাথে সতীর্থদের লড়াই দেখেছেন।
আঙুলের ব্যথা থেকে খেলার উপযোগী হতে সাকিবের আরও এক সপ্তাহ সময় লাগবে। ফলে ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠেয় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তাকে দর্শকের ভূমিকায় থাকতে হবে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৮
এইচএল/এমআরএম