শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে সাইফউদ্দিন এসেছিলেন ইনিংসের দ্বিতীয় ওভারে। প্রথম ওভারেই দিলেন ১৯ রান।
শুধু কি এ ম্যাচেই? গেল বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক ওভারে দিয়েছিলেন ৩১ রান! কিন্তু তারপরও সাইফউদ্দিনেই আস্থা তার দলপতির।
‘খেলতে খেলতেই শিখবে। অসুবিধা নেই। সাইফউদ্দিনই একদিন বাংলাদেশের ম্যাচ জেতাবে। এটা আমি বিশ্বাস করি। যতো তাড়াতাড়ি সম্ভব ভুলগুলো থেকে যদি শিখতে পারে তাহলে ওর জন্য ভালো, দলের জন্যও ভালো। আমার মনে হয় শুধু ওর ওপরে দোষ চাপিয়ে দেওয়া ঠিক হবে না। ’
শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের ৪ নতুন ক্রিকেটারের অভিষেক হয়েছে। এরা হলেন- জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, আরিফুল হক ও নাজমুল অপু। এদের কেউই কখনও আন্তর্জাতিক অঙ্গনে খেলেননি। তাদের পাশাপাশি সাইফউদ্দিনও তরুণ।
তাই রিয়াদের কাছ জানতে চাওয়া হয়েছিল, ১৯৩ রানের বড় সংগ্রহ করেও দলের অনভিজ্ঞ তরুণদের জন্যই দল হারলো কী না। উত্তরে রিয়াদ জানালেন, ‘অনভিজ্ঞতা বলব না। সাইফ বেশ কয়েকটি টি-টোয়েন্টি খেলেছে। রুবেল, মুস্তাফিজও খেলছে অনেক দিন ধরে। রুবেল-মুস্তাফিজ আমাদের স্ট্রাইক বোলার ছিল। অপু খুব ভালো বোলিং করেছে। তবে শুরুর দিকে লেংথ গুলো আমরা ঠিক করতে পারিনি। ওরা খুব সহজে বাউন্ডারি পেয়েছে। এ ভুলগুলো করা আমাদের উচিত হয়নি। ’
বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএসএ/এমএইউ/