ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে ফিরেছেন রিয়াদ, মাশরাফিকে নিয়ে দুশ্চিন্তা নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
বোলিংয়ে ফিরেছেন রিয়াদ, মাশরাফিকে নিয়ে দুশ্চিন্তা নেই ভিল্লাবারায়নের অধীনে অনুশীলন করছে টাইগাররা: ফাইল ছবি

আফগানিস্তান ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার (১৯ আগস্ট) থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। ক্যাম্প শুরু হয়েছে ট্রেনার মারিও ভিল্লাবারায়নের অধীনে।

ক্যাম্পের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মারিও ভিল্লাবারায়নে। তিনি বলেন, ‘কন্ডিশিনিং ক্যাম্পের জন্য চার দিন যথেষ্ট সময় নয়।

অন্তত এক মাস কিংবা কম করে হলেও ১৫ দিন প্রয়োজন ক্যাম্পের জন্য। কিন্তু সামনে যেহেতু সিরিজ রয়েছে কিছুই করার নেই আমাদের। চার দিনেই ক্যাম্প শেষ করতে হবে। তবে ক্রিকেটারদের ফিটনেস খুব খারাপ নয়। ’

ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারেনি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডে ম্যাচ না থাকলেও এই ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। মাশরাফি সম্পর্কে ট্রেনার বলেন, ‘এখন কোন ওয়ানডে ম্যাচ নেই। তাই মাশরাফির ফিটনেস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। হাতে যেহেতু সময় রয়েছে তার মতে করে ট্রেনিং করা উচিৎ। ’

ইনজুরির কারণে বোলিং করতে পারেছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আশার কথা হলো বোলিং শুরু করেছেন তিনি। ট্রেনার মনে করেন তাকে নিয়ে আরও কাজ করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।