শেবাগের একটি পুরোনো ভিডিও এখন নতুন করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে শেবাগকে বলতে শোনা যায়, সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের প্রশংসা করেন কারণ এতে ‘দ্রুত টাকা আয় করা যায়’।
এদিকে শেবাগের ওই ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে বুধবার (২২ জানুয়ারি) পাকিস্তানের জিও টিভিকে শোয়েব বলেন, ‘শেবাগ আমার অনেক ভালো বন্ধু। সে এসব বলেছিল মজার ছলে, কিন্তু মানুষ এটাকে সিরিয়াসলি নিয়েছে। আসলে, শেবাগের মাথায় যতগুলো চুল আছে তারে চেয়ে বেশি টাকার মালিক আমি। ’
ওই সাক্ষাৎকারে শোয়েব আখতার আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের অনেক বড় তারকারাও প্রতিবেশি দেশ নিয়ে ভালো ভালো কথা বলেন। কিন্তু ‘হিংসুটে’ মানুষরা দুই ক্রিকেটপ্রেমী জাতিকে ভাগ করতে চায়। ’
তিনি বলেন, ‘শুধু ভারতে নয়। সারা বিশ্বেই আমার ভক্ত আছে। এজন্যই আমার ইউটিউব চ্যানেল এত দ্রুত জনপ্রিয় হয়েছে। এর মানে এই নয় যে আমি তাদের (ভারত) প্রশংসা করি টাকার জন্য। রমিজ রাজা এবং রশিদ লতিফও ভারত নিয়ে ভালো ভালো কথা বলে। ’
‘আমার মনে হয়, এখানে হিংসা বিষয়টা কাজ করছে। আমি এই হিংসার শিকার হয়েছি বহুবার। আমরা এরইমধ্যে (ভারত ও পাকিস্তান) রাজনৈতিকভাবে বিভক্ত কিন্তু কিছু মানুষ এখন ক্রিকেটকে ভাগ করতে চায়,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএইচএম/এমএমএস