আর মাত্র ১৪ রান করলেই দারুণ এক কীর্তি গড়তে পারতেন জো রুট। তবে রান আউটের বেড়াজালে পড়ে তা আর হলো না।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের করা ৩৮১ রানের জবাবে দারুণ লড়াই করল ইংল্যান্ড। দিন শেষে অধিনায়ক জো রুটের অন্যবদ্য ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান করেছে সফরকারীরা। তবে এখনও তারা ৪২ রানে পিছিয়ে আছে।
রোববার (২৪ জানুয়ারি) গলে আগের দিনের ৯৮ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ড ফের ব্যাটিংয়ে নামে। ৬৭ রানে অপরাজিত রুট তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি। তবে তার সাথে ব্যাটিংয়ে নামা জনি বেয়ারস্টো ২৮ রানে ফিরে যান লাসিথ এম্বুলদেনিয়ার বলে। রুট-বেয়ারস্টো জুটি থেকে আসে ১১১ রান।
এরপর অন্য জস বাটলারের সঙ্গে ৯৭ ও ডম বেসের সঙ্গে ৮১ রানে জুটি গড়ে নিজেকে ডাবল সেঞ্চুরির দিকে নিয়ে যাচ্ছিলেন রুট। তবে দিনের একেবারে শেষে এসে রান আউটের শিকার হলে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় এই ডানহাতিকে। প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান ৩০৯ বলে ১৮টি চারের সাহায্যে ১৮৬ রান করেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯৫ বলে ৫৫ করেন বাটলার।
ক্যারিয়ার সেরা বল করা এম্বুলদেনিয়া ৪১ ওভারে ৬ মেডেন দিয়ে ১৩২ রানে ৭টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে তার আগের সেরা ছিল ৬৬ রানে ৫ উইকেট। এছাড়া এক উইকেট নিয়েছেন রমেশ মেন্ডিস।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এমএমএস