ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

ক্রিকেট

১২ হাজারি ক্লাবে মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
১২ হাজারি ক্লাবে মুশফিক মুশফিকুর রহিম/ছবি: সংগৃহীত

তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মালিকদের কাতারে নাম লেখালেন মুশফিকুর রহিম। এর আগে বাংলাদেশের জার্সিতে এই কীর্তির একমাত্র মালিক ছিলেন তামিম ইকবাল।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি প্রথম টেস্টের তৃতীয় দিনে এই মাইলফলক অতিক্রম করেন মুশফিক। ৩৭৮তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মুশফিকের পরের অবস্থানটি সাকিব আল হাসানের। তবে এই মাইলফলক স্পর্শ করতে এখনও ৭৭ রান করতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে এই উইন্ডিজের বিপক্ষেই ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১২ হাজারি ক্লাবে প্রবেশ করেন তামিম। টাইগার ওপেনার ৩৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এখন পর্যন্ত ১৩ হাজার ৪৭৫ রান করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।