ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে : রিয়াদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, জুলাই ৪, ২০২২
সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে : রিয়াদ

দলের লক্ষ্য ১৯৪ রান। ইনিংসের প্রায় পুরোটা সময়ই ক্রিজে থাকলেন সাকিব আল হাসান।

কিন্তু বেশির ভাগ সময়ই তার ব্যাটে দেখা গেল না চেষ্টা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৩৫ রানে।

সাকিব অবশ্য ফিফটি পেয়েছেন। তবে ৪৫ বলের এই হাফ সেঞ্চুরি তার ক্যারিয়ারের মন্থরতম। এরপর তার ৭ বলে ১৮ রান যোগ করাও তাই, ৩৫ রানের হার থেকে বাঁচাতে পারেননি। যদিও সাকিব ভালো ব্যাটিং করেছেন বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেছেন, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারিও মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। ’

‘আমরা যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী বোলিং হয়নি। ১৯০ রান যখন তাড়া করবেন তখন ভালো একটা শুরু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওখানেই আমরা কিছুটা পিছিয়ে পড়ি। ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ইনিংস উদ্বোধনে এসেছিলেন মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুনিমের জায়গা নেন লিটন। তাকে দলের সেরা ব্যাটার দাবি করে রিয়াদ বলছেন, দলের প্রয়োজনে খেলতে হবে যেকোনো পজিশনে।

তিনি বলেছেন, ‘লিটন আমাদের সেরা ব্যাটার। আপনি সবসময় চাইবেন আপনার সেরা ব্যাটারকে সমর্থন দিতে। লিটন টেস্ট, ওয়ানডেতে খুবই ভালো ব্যাটিং করছে, ধারাবাহিকতা ধরে রেখে খেলছে। টি–টোয়েন্টিতে হয়তো সেটা পারছে না। তবে সে আমাদের সেরা ব্যাটস্যাম্যান। টি–টোয়েন্টিতে যে কোনো ব্যাটসম্যানের যে কোনো জায়গায় ব্যাটিং করার সামর্থ্য থাকতে হবে এবং লিটনের সেটা আছে। ’

বাংলাদেশ সময়:১১০৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।