ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, বখাটে কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, বখাটে কারাগারে  প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাউজানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুদ্দিন (১৯) নামে এক বখাটেকে আটক করে পুলিশ।  

পরে বুধবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে বখাটে সাইফুদ্দিনকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন বাংলানিউজকে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

 

তিনি আরও বলেন, আজ দুপুরের দিকে ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।