চট্টগ্রাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে অপপ্রচার করে মানহানি করার অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরী আদালতে মামলাটি করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান।
মামলার বাদীর আইনজীবী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মো. এরফানুর রহমান বাংলানিউজকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার করে মানহানি করার অভিযোগে আদালতে মামলার আবেদন করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান,আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইকবার হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী ও উপজেলা বিএনপির সদস্য আবদুল গফুরদের সামাজিক মর্যাদা হানি এবং পরিবারকে সামাজিকভাবে হেয় ও অপদস্ত করার জন্য এমডি আকাশ (Md Akash) নামে একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও দিয়ে অপ্রচার চালায়।
মামলার বাদী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থানের কারণে কিছু লোক আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ও সামাজিক মাধ্যমে ভিডিও ছড়াচ্ছে। এসব ঘটনার সঙ্গে আমাদের কোনো ধরণের সম্পৃক্ততা নেই। দিন শেষে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঁদাবাজ মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। রাজনৈতিক শত্রুতা ও আক্রোশ কারণে পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে মান-সম্মান মর্যাদা ক্ষুন্ন করতে এ অপপ্রচার চালানো হয়েছে। এতে আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ও দলের সুনাম ক্ষুন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এমআই/পিডি/টিসি