ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিমের আড়তকে লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
ডিমের আড়তকে লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী ডিটি রোড এলাকার জান্নাত পোল্ট্রি নামের ডিমের আড়তকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

নির্ধারিত দামের বেশিতে ডিম বিক্রি, কেনাবেচার রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করা এবং মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের বেশিতে ডিম বেচায় জরিমানা করা হয়।

 

বুধবার (৯ অক্টোবর) অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ  ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো আনিছুর রহমান।

 

ডিম ছাড়াও মুরগি, সবজি, ওষুধ, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য  স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।  
 
অভিযানে মিনহাজ মেডিসিন ট্রেডার্সকে পণ্যের মোড়কবিধি লংঘন, নির্ধারিত মূল্যের বেশিতে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মডার্ন পোল্ট্রি অ্যান্ড ফিড সেন্টারকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।  

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ  ফয়েজ উল্যাহ।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।