চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার বালুর মাঠ এলাকায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে মোহাম্মদ আইয়ুব নবী (২৫) নামে এক যুবক খুন হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিজান নামে এক যুবককে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান।
তিনি বলেন, পরকীয়ার জেলে মোহাম্মদ আইয়ুব নবীকে ছুরিকাঘাত করা হয়।
নিহতের ভাই আহাম্মদ নবী বাংলানিউজকে বলেন, সিজান, সাইমন ও সাকিব মিলে আমার ভাই মোহাম্মদ আইয়ুব নবীকে ছুরিকাঘাত করে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। সিজান, সাইমন ও সাকিব আমার ভাইয়ের কাছের বন্ধু ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমআই/পিডি/টিসি