ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: বক্কর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
বিএনপি ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: বক্কর ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিগত ১৬ বছর আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। বাংলাদেশে আমরা গণতান্ত্রিক সরকার গঠন করতে চেয়েছিলাম।

এখনও বিএনপি জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চায়। তাই এই সরকারের উচিত হবে ধানাইপানাই বাদ দিয়ে নির্বাচন দেওয়া।
তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের রোড়ম‌্যাপ দিতে হবে।

বুধবার (১২ মার্চ) বিকালে নগরের ডিসি রোড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাস্টার জাফর স্মৃতি সংসদের ব‌্যবস্থাপনায় গরীব অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ও নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কারণ আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা। দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি, দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহালাইল সালেহ'র সভাপতিত্বে ও মাস্টার জাফর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন মহানগর বিএনপি নেতা আমিন মাহমুদ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা বদরুল আলম চৌধুরী, জসিম উদ্দিন বাবলু, আবদুর রউফ, মহিলা দল নেত্রী শামীমা নাছরিন, দুলাল সওদাগর, আবদুর রহমান বাবু, ইব্রাহীম টিপু, মাস্টার জাফর স্মৃতি সংসদ‌ের জাফর বিন হাবিব, জাহাঙ্গির আলম ও আরিফ ওয়াসিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।