চট্টগ্রাম: সীতাকুণ্ডে মুসলিম উদ্দিন (৪০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে।
মুসলিম উদ্দিনের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মেম্বার জানান, বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার ছিলেন মুসলিম উদ্দিন। সন্ধ্যা ছয়টার দিকে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে হাসপাতালে আছে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বাংলানিউজকে বলেন, মুসলিম উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় সীতাকুণ্ডে উত্তেজনা বিরাজ করছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। এই ঘটনায় কারা জড়িত এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
বিই/পিডি/টিসি