ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা মুসলিম উদ্দিন

চট্টগ্রাম: সীতাকুণ্ডে মুসলিম উদ্দিন (৪০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে ও মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।  

জানা যায়, বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে।

এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মুসলিম উদ্দিনের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মেম্বার জানান, বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার ছিলেন মুসলিম উদ্দিন। সন্ধ্যা ছয়টার দিকে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে হাসপাতালে আছে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বাংলানিউজকে বলেন,  মুসলিম উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় সীতাকুণ্ডে উত্তেজনা বিরাজ করছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। এই ঘটনায় কারা জড়িত এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।