ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে অপহৃত সবজি ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, অক্টোবর ৬, ২০২৫
রাউজানে অপহৃত সবজি ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম: রাউজান থানা পুলিশের অভিযানে রাঙ্গামাটির কাউখালী উপজেলার এক সবজি ব্যবসায়ীকে অপহরণের পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হলেন, ফোরকান উদ্দিন বাপ্পী, আল আমিন, মঈন উদ্দিন ও শরিফ সৌরভ।

পুলিশ জানায়, রোববার কাউখালীর সবজি ব্যবসায়ী মিলাদ হোসেন প্রকাশ রিজভী (২১) ব্যবসায়িক কাজে চট্টগ্রাম যাচ্ছিলেন।

পথে রাউজান থানার বিরুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশা আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেলে অভিযান চালানো হয়। রমজান আলী হাট এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেন। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। অপর আসামি রাশেদ প্রকাশ জুয়েল এখনো পলাতক। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।