চট্টগ্রাম: রাউজান থানা পুলিশের অভিযানে রাঙ্গামাটির কাউখালী উপজেলার এক সবজি ব্যবসায়ীকে অপহরণের পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, ফোরকান উদ্দিন বাপ্পী, আল আমিন, মঈন উদ্দিন ও শরিফ সৌরভ।
পুলিশ জানায়, রোববার কাউখালীর সবজি ব্যবসায়ী মিলাদ হোসেন প্রকাশ রিজভী (২১) ব্যবসায়িক কাজে চট্টগ্রাম যাচ্ছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেলে অভিযান চালানো হয়। রমজান আলী হাট এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেন। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। অপর আসামি রাশেদ প্রকাশ জুয়েল এখনো পলাতক। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমআই/পিডি/টিসি