ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, অক্টোবর ৬, ২০২৫
সীতাকুণ্ডে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে এখন টেলিভিশন এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।  

রোববার (৫ অক্টোবর) সকালে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে ৫০-৬০ জন সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়।

তারা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে মারধর করে, ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে এবং আইডি কার্ড ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় হোসাইন জিয়াদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
 

এই নৃশংস হামলার প্রতিবাদে সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় নগরের কাজীর দেউরি এস এস খালেদ রোডে কর্ণফুলী টাওয়ারে কর্মরত সংবাদকর্মীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ফটোসাংবাদিক ও টেলিভিশন কর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য প্রকাশের পথ বন্ধ করার চেষ্টা। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাংবাদিকরা জনস্বার্থে কাজ করেন, তাদের ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত। রাষ্ট্র ও প্রশাসনকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।