ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
দিনাজপুরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১ জনের কারাদণ্ড ছবি: প্রতীকী

দিনাজপুর: শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে নকল করায় দিনাজপুরে সেলিম রেজা নামে এক পরীক্ষার্থীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা খানম এ আদেশ দেন।


 
দণ্ডপ্রাপ্ত সেলিম রেজার সিরাজগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।  
 
নিবাহী ম্যাজিস্ট্রেট আফরোজা খানম জানান, সেলিম রেজা  মোবাইলে ফোনের মেসেজের মাধ্যমে উত্তর দিচ্ছিলেন। এ সময় তাকে হাতে নাতে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
 
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান পিপিএম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।