ঢাকা: জেএসসি ও জেডিসি পরীক্ষায় দেশের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের আটটি শিক্ষাবোর্ডে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ১ হাজার ৮০৩টি শিক্ষা প্রতিষ্ঠান।
এরমধ্যে দিনাজপুর বোর্ডের সর্বোচ্চ সংখ্যক ৮টি স্কুলে এই দুর্দশা দেখা গেছে। ঢাকা বোর্ডের ৬টি স্কুল, রাজশাহী বোর্ডের ৫টি, যশোর বোর্ডের ৩টি ও বরিশাল বোর্ডের একটি স্কুলে পাসের হার শূন্য।
অন্যদিকে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে শতভাগ ফেল করেছে এমন কোনো প্রতিষ্ঠান নেই বলেও জানা যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এদিন সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেএসসি-জেডিসির ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফল হস্তান্তর করেন।
প্রাপ্ত তথ্য মতে, জেএসসি-তে এ বছর পাসের হার ৮৯.৮৫ শতাংশ, জেডিসি-তে ৯৩.৫০ শতাংশ। জেএসসি-জেডিসির গড় পাসের হার ৯০.৪৩। জিপিএ-৫ পেয়েছে ১লাখ ৫৬ হাজার ২৩৫ শিক্ষার্থী। জেএসসিতে শতভাগ পাস করা স্কুলের সংখ্যা ৮৮৮৯টি।
প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৭.৯২, জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৪১ শিক্ষার্থী। অপরদিকে ইবতেদায়িতে পাস ৯৫.৯৮ শতাংশ। জিপিএ পেয়েছে ৬ হাজার ৫৪১ জন শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪