ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে বাবার কোলে চড়ে জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেওয়া প্রতিবন্ধী নাইস খাতুন ভালো ফলাফল করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশব্যাপী জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
নাইস ধুনটের বহালগাছা গ্রামের প্রান্তিক কৃষক নজরুল ইসলামের মেয়ে। মা আকতার জাহান একজন গৃহণী। এক ভাই ও এক বোনের মধ্যে নাইস ছোট।
নাইস উপজেলার বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
বাবা নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নাইস জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। সে দুই পায়ে ভর করে দাঁড়াতে বা হাঁটতে পারে না। তার ডান হাতটিও অকেজো। নাইস বাম হতে কলম ধরে লেখে।
জেএসসি পরীক্ষার সময় প্রতিদিন বাবা তাকে কোলে করে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়ে যেতেন। পরীক্ষা শেষে আবার একইভাবে বাড়ি নিয়ে আসতেন।
জন্মগতভাবে প্রতিবন্ধী নাইসকে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলার যথাসাধ্য চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি বলে জানান তিনি।
অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারে না। কিন্তু তাতে থেমে যায়নি তার মনোবল।
নিরন্তর চেষ্টায় শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এগিয়ে চলছে নাইস।
সে বাংলানিউজকে জানায়, ইচ্ছা থাকলে উপায় হয়-এই মন্ত্রে আমি বিশ্বসী। কারো বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না। লেখাপড়া শিখে ভবিষ্যতে আদর্শ শিক্ষক হতে চাই।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪