ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিএসসি) পাসের ‘অবারিত ধারা’ অব্যাহত থাকলেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।
এর কারণ জেএসসি-জেডিসির গণিতে সৃজনশীল প্রশ্ন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়।
প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৭.৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। আর ইবতেদায়ীতে পাসের হার ৯৫.৯৮ শতাংশ, এরমধ্যে ৬ হাজার ৫৪১ জন জিপিএ-৫ পেয়েছে।
জেএসসি-জেডিসিতে এবার পাসের হার ৯০.৪১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন। গত বছর ছিল ১ লাখ ৭২ হাজার ২০৮ জন। অর্থাৎ এবার ১৫ হাজার ৯৭৩ জনের জিপিএ-৫ কমেছে।
জাতীয় শিক্ষানীতির আলোকে গত বছর প্রথমবারের মতো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারু কলা পরীক্ষার পর এবার হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা।
পরীক্ষার মধ্যে হরতালের কারণে শিক্ষার্থীরা ‘বিড়ম্বনা’ থেকে রেহাই পাচ্ছে না বলে দাবি করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর এবার কম বেশি সব বোর্ডেরই পাস ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।
নতুন বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে প্রথমবার সৃজনশীল গণিত বিষয়ের কারণে ফলাফলে প্রভাব পড়েছে বলে মনে করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দিলারা হাফিজ।
বাংলানিউজকে তিনি বলেন, শিক্ষার্থী এবং পরীক্ষকদের নতুন বিষয়ের জন্য তৈরি হতে সময় লাগে। এ জন্য জেএসসিতে জিপিএ-৫ কমার পেছনে কিছুটা প্রভাব পড়লেও আগামীতে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
প্রশ্ন ফাঁসের অভিযোগ থাকলেও তা উড়িয়ে দেন মঙ্গলবার শেষ কর্মদিবস পালন করা দিলারা হাফিজ।
জামায়াতের হরতালের কারণে জেএসসি-জেডিসির চার দিনের পরীক্ষা পেছানো হয়।
পরীক্ষার সময় হরতালের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতি ‘ব্যাঘাত’ ঘটেছে বলে মনে করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
সাবেক তত্ত্বধায়ক সরকারের এই উপদেষ্টা বাংলানিউজকে আরও বলেন, সৃজনশীলের সঙ্গে পরীক্ষার সময় হরতালে শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে ছিল।
জিপিএ-৫ সংখ্যায় কম না হলেও গণিতে সৃজনশীল প্রশ্ন এবং হরতালে কারণে পরীক্ষার্থীরা হোঁচট খেয়েছে বলেও মনে করেন রাশেদা কে চৌধুরী।
পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটা পরীক্ষার ফলে প্রভাব রেখেছে কি না- তা গবেষণার বিষয়।
তবে শিক্ষানীতিতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার কথা না থাকলেও এ পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা নেই জানিয়ে তিনি বলেন, ছোট শিশুদের পরীক্ষার বাড়তি বোঝার প্রয়োজন নেই।
সৃজনশীল গণিতের জন্য শিক্ষকদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তা ভালোভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা- এর উপর নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তাসলিমা খাতুন।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, গণিতের পরীক্ষা সৃজনশীলে হলেও ১১ লাখ ২৫ হাজারেরও বেশি ক্লাস নেওয়া হয়েছে। প্রথমবার চালু করায় কিচু প্রভাব থাকলেও তা অস্বাভাবিক কিছু নয় বলে দাবি করেন তিনি।
আগামীতে শিক্ষকদের গুণগত মান বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নাহিদ।
প্রশ্ন ফাঁসের কারণে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার প্রায় শতভাগ হয়েছে কিনা- প্রশ্নে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ উঠার পর আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি।
প্রশ্ন ফাঁসের অভিযোগ স্পস্ট না করলেও আগামীতে এই কলঙ্ক আর থাকবে না বলে জানান মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণ নিয়ে প্রশ্ন উঠলেও শিক্ষামন্ত্রীদ্বয় বলেছেন, পাবলিক পরীক্ষায় অংশ নিলে জড়তা ভেঙে সাহস হয়। একটি সনদ হাতে পেলে পরীক্ষার্থীরা সাহসী হয়ে উঠে।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
** প্রাথমিকে শীর্ষে পরীক্ষণ বিদ্যালয়
** পিএসসিতে টপ টেনে বগুড়ার ৬ শিক্ষা প্রতিষ্ঠান
** আনন্দ স্কুলের শূন্য পাস প্রতিষ্ঠান বেশি
** শতভাগ পাস প্রতিষ্ঠান বেড়েছে ১৮৫৯টি
** এ সাফল্য শুধু মায়ের জন্য
** মতিঝিল আইডিয়ালে জেএসসি, পিএসসিতে ৯৯ দশমিক ৯৪ পাস
** ব্রাহ্মণবাড়িয়ার ১২ বিদ্যালয়ে শতভাগ পাস
** সেরা ২০-এ বগুড়ার ৯ শিক্ষা প্রতিষ্ঠান
** বিভিন্ন জেলায় জেএসসি-পিএসসি পরীক্ষার ফলাফল
** পরীক্ষার সময় কমবে, প্রশ্ন হবে আগের রাতে
** প্রাথমিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাফল্য
** শতভাগ পাসে এগিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়
** ময়মনসিংহে জেএসসির পাসের হার পাঠায়নি শিক্ষাবোর্ড
** জেএসসি-জেডিসির গড় পাস ৯০.৪৩, প্রাথমিকে ৯৭.৯২, ইবতেদায়ীতে ৯৫.৯৮
** সিলেটে সেরা জেসিপিএসসি
** অ্যানড্রয়েডে মোবাইলে প্রাথমিক ও ইবতেদায়ীর ফল
** জেএসসিতে তৃতীয় মতিঝিল আইডিয়াল স্কুল
** ইবতিদায়িতে শীর্ষ বায়তুশ শরক আদর্শ কামিল মাদ্রাসা
** জেএসসিতে দেশসেরা রাজউক উত্তরা মডেল স্কুল
** সিলেট শিক্ষাবোর্ডে জেএসসির পাসের হার ৯১.৫৭
** জেএসসি-জেডিসির গড় পাস ৯০.৪৩, প্রাথমিকে ৯৭.৯২, ইবতেদায়ীতে ৯৫.৯৮
** প্রাথমিক সমাপনী-জেএসসি-জেডিসির ফল মঙ্গলবার
** এসএমএস-ইন্টারনেটে ফল পাওয়ার উপায়
** ন্যাশনাল আইডিয়াল স্কুল আবারও দ্বিতীয়
** ছাত্র-শিক্ষক-পরিবারের চেষ্টায় ‘এ’ প্লাস