গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আগামী শুক্রবার (৮ জানুয়ারি) থেকে শীতকালীন ছুটি শুরু হবে। ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ ছুটি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ৮ জানুয়ারি (শুক্রবার) থেকে ১৬ জানুয়ারি (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।
শীতকালীন ছুটি শেষে আগামী ১৭ জানুয়ারি (রোববার) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
জেডএস