ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি ছাত্রলীগের সভাপতি কিবরিয়া, সম্পাদক রুনু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
রাবি ছাত্রলীগের সভাপতি কিবরিয়া, সম্পাদক রুনু

গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রাবি (রাজশাহী): গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কিবরিয়া গত কমিটির যুগ্ম-সম্পাদক ও রুনু সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে তিনজন সহ-সভাপতি, চারজন যুগ্ম-সম্পাদক ও চারজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

তিনজন সহ-সভাপতি হলেন-কাজী আমিনুল হক লিংকন, সৈকত হোসাইন সৈকত ও হাবিবুল্লাহ নিক্সন।

চার যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন-মিজানুর ইসলাম, ফয়েজ আহমেদ, মামুন শেখ ও শাহিনুল সরকার (ডন)।

চার সাংগঠনিক সম্পাদক হলেন-আব্দুল মোমিন, সাবরুন জামিল সুষ্ময়, এনায়েত হক রাজু ও রেজাউল করিম রাজু।

এছাড়া রাবি ছাত্রলীগের পদপ্রত্যাশী আটজনকে কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে।

তারা হলেন-তন্ময়ানন্দ অভি, সাহানুর ইসলাম শাকিল, সাকিবুল হাসান বাকি, মিনারুল ইসলাম, মেহেদী হাসান রাসেল, টগর মো. সালেহ, আব্দুল্লাহ আল মাসুদ ও আখেরুজ্জামান তাকিম।

এর আগে ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে প্রায় ৭০ জন পদপ্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।