ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
শেকৃবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায়...

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে ফলাফল জানা যাবে। পরীক্ষায় সর্বোচ্চ ৮৪ নম্বর পেয়েছেন এক শিক্ষার্থী।

মূল মেধা তালিকা থেকে ভর্তি ২৬ ও ২৭ ডিসেম্বর। অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২৯ ডিসেম্বর। অপেক্ষমান তালিকা থেকে ভর্তিচ্ছু প্রার্থীদের ২৮ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে এবং একই দিন মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ক্লাস শুরু হবে ০৩ জানুয়ারি।

গত ০৯ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে ৫৪০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেন ৩০ হাজার ২শ ৬৫ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৬ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।