ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেলে ভর্তির সময় বাড়লো ৮ জানুয়ারি পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
মেডিকেলে ভর্তির সময় বাড়লো ৮ জানুয়ারি পর্যন্ত

মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সময় সীমা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা  হয়েছে। এর আগে এই সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

ঢাকা: মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সময় সীমা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা  হয়েছে। এর আগে এই সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

বুধবার ( ডিসেম্বর ২৮) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও নীতিমালা মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।