ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে যুবক আটক

মাদারীপুর: মাদারীপুরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্রের একজনকে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে জেলার সদর উপজেলার থানতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাগর হোসেন (১৯) ওই এলাকার মো. লায়েক আলী হাওলাদারের ছেলে।

তিনি সরকারি নাজিম উদ্দিন কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। আটককালে তার কাছ থেকে বেশ কিছু সিমকার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ফেসবুকে নতুন একটি আইডিতে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হচ্ছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে র‌্যাব থানতলী এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে সাগরকে আটক করা হয়। তিনি ফেসবুকে ভুয়া গ্রুপ আইডি খুলে প্রশ্নপত্র দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।

মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, সাগরের নামে মাদারীপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।