ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

ফুটবল

শিরোপা জয়ে আত্মবিশ্বাসী আলফাজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, মে ২১, ২০২৪
শিরোপা জয়ে আত্মবিশ্বাসী আলফাজ

গত বছর আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ জেতার দীর্ঘ শিরোপা-খরা কাটায় মোহামেডান। নেপথ্য নায়ক দলের কোচ আলফাজ।

দিয়েছেন নতুন প্রজন্মকে মোহামেডানের আগমনী বার্তা। বছরজুড়ে সেই ধারাবাহিকতা ধরে রেখেছে তারা।  

বছর ঘুরে আবারো এক ফেডারেশন কাপের ফাইনাল। আবারো ফাইনালে মোহামেডান। এবারো তাদের প্রতিপক্ষ হতে পারত একই। ফাইনাল হতে পারত আবাহনীর প্রতিশোধের মঞ্চ। তবে সব হিসাব বদলে দিয়েছে দেশের ফুটবলের ‘পাওয়ার হাউজ’ বসুন্ধরা কিংস। এবার তাদের সামনে ট্রেবল জয়ের হাতছানি।

বসুন্ধরা শেষ ছয় মৌসুম ধরে বাংলাদেশ ফুটবলে আছে ‘রাজা’ হয়ে। টানা পাঁচ লিগ শিরোপা সে কথার পক্ষেই সাক্ষ্য দিচ্ছে। তবে সেই দলকে কী করে বশে আনা যায়, সে প্রস্তুতি কোচ আলফাজ সেরেই রেখেছেন। আজ (মঙ্গলবার) তিনি বললেন, ‘বসুন্ধরা কিংস ভালো দল। তাদের কয়েকজন মানসম্পন্ন বিদেশি ফুটবলার আছে। তাদের নিয়ন্ত্রণের জন্য আমার দলের খেলোয়াড়দের দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। আশা করছি, ভালো কিছু করতে পারব আমরা। ’

ফাইনালের মতো মঞ্চে বসুন্ধরাকে হারানোর কাজটা সহজ নয় আদৌ। কোচ আলফাজ আহমেদও তা জানেন ভালোভাবেই। মৌসুম শুরুর স্বাধীনতা কাপেই তো মোহামেডানের শিরোপা জেতার সুযোগ ছিল। কিন্তু তা শেষমেশ পারেনি দলটি, সেবার এগিয়ে গিয়েও শিরোপা হারানোর বেদনায় পুড়তে হয়েছিল সাদা-কালোদের।

তবে মোহামেডান কোচ জানালেন, সেই কঠিনেরেই তার দল বেসেছে ভালো। নিজেদের ওপর বিশ্বাস রেখে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে মুখিয়ে আছে মোহামেডান। তিনি বলেন, ‘মোহামেডানের খেলোয়াড়রা শ্রম-ঘাম দিয়ে কিছু ক্ষেত্রে নিজেদের সেরা প্রমাণ করেছে। আমরা আরও একবার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নামব। কাজটি কঠিন, কিন্তু আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখছি। ’

মোহামেডানকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের চোটহীন চনমনে স্কোয়াড। আলফাজের কথায়, ‘কোনো ইনজুরি নেই, কারোর অসুস্থতা নেই। পুরো স্কোয়াড নিয়ে আমরা তৈরি। খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভবে যেকোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। ’

চলতি মৌসুমে স্বাধীনতা কাপ হোক বা প্রিমিয়ার লিগ, দুই দলের লড়াই রোমাঞ্চ কম ছড়ায়নি। ফেড কাপের ফাইনালের মঞ্চ কোন রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছে, সে প্রশ্নের জবাব মিলবে কাল বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ২১, ২০২৪
এআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।