এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে আজ এক বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। রাত ৮টায় শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে বড় চমক দেখিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও জামালকে মাঠের বাইরে রেখেছিলেন স্প্যানিশ কোচ কাবরেরা। এবারও অধিনায়কের উপর আস্থা না রেখে দল সাজিয়েছেন তিনি। প্রবাসী খেলোয়াড়দের মধ্যে শুধু রক্ষণভাগে তারিক কাজী এবং মধ্যমাঠের নেতৃত্বে থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী।
কোচ হাভিয়ের কাবরেরা আগেই জানিয়েছিলেন, তিনি ‘হামজা চৌধুরীকে কেন্দ্র করেই দলের আক্রমণভাগ সাজাতে চান’। তার গতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই মূল লক্ষ্য। তবে মাঠে তার এই পরিকল্পনা কতটা কার্যকর হবে, তা খেলার পরই বোঝা যাবে।
বাংলাদেশের গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকছে মিতুল মারমার কাঁধে। রক্ষণে অভিজ্ঞ কান্ডারি তারিক কাজীর সাথে থাকছেন দুই সহোদর তাজ উদ্দিন ও সাদ উদ্দিন এবং শাকিল আহাদ। মধ্যমাঠে হামজা চৌধুরীর সঙ্গী হিসেবে থাকছেন সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র। আক্রমণভাগে রাইট উইংয়ে রাকিব হোসেন এবং লেফট উইংয়ে ফয়সাল আহমেদ ফাহিমকে রাখা হয়েছে। মূল স্ট্রাইকার হিসেবে কোচ আস্থা রেখেছেন শেখ মোরসালিনের ওপর।
একনজরে বাংলাদেশের শুরুর একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম এবং শেখ মোরসালিন।
এআর/এমএইচএম