ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের বিপক্ষে ছিটকে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
রিয়ালের বিপক্ষে ছিটকে গেলেন নেইমার ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো বনাম নেইমার দ্বৈরথের দ্বিতীয় পর্বের নয় দিন আগেই বিপর্যয়। গোড়ালিতে চোট পেয়ে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইতোমধ্যে ছিটকে গেছেন প্যারিস সেন্ট জার্মেই স্ট্রাইকার নেইমার।

শুধু রিয়াল ম্যাচ নয় নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে পুরো এক মাস। এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে পিএসজি।

রোববার রাতে আতঙ্কের পুরোনো স্মৃতি ফেরে প্যারিসে। চার বছর আগে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার খুয়ান জুনিগার হাঁটুর ধাক্কায় কোমরে চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন নেইমার। সেদিনই কার্যত ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। সেমিফাইনালে জার্মানি সাত গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিলকে।

আর এদিন লিগ ম্যাচের ৭৭ মিনিটে মার্শেই মিডফিল্ডার বোউনা সারের ট্যাকলে ছিটকে পড়েন নেইমার। যন্ত্রণায় মাঠেই দু’হাতে মুখ ঢেকে শুয়ে ছিলেন ব্রাজিল তারকা। এমনকী, স্ট্রেচারে মাঠ ছাড়ার সময়ও দু’হাতে মুখ ঢেকে রেখেছিলেন তিনি।

দু’দলের প্রথম লেগে ৩-১ ব্যবধানে জিতেছিল রিয়াল। সে ম্যাচে অবশ্য বারবারই জিদানের দলের রক্ষণকে সমস্যায় ফেলেছিলেন নেইমার। কিন্তু এবার আর তাকে মাঠে নামাতে পারছেন না কোচ উনাই এমরি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।