কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলের দিকে উপজেলায় নিজ বাড়িতে তিনি মারা যান।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, যশোর থেকে কুষ্টিয়ায় আসা এক ব্যক্তি জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার বিকেলে মারা গেছেন বলে খবর পাওয়া যায়।
এমন খবর পেয়ে ওই ব্যক্তি করোনা পজেটিভ কি-না তা পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজেটিভ ছিলেন কি-না।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।