ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জে করোনা হাসপাতালে আক্রান্ত ৩০ স্বাস্থ্যকর্মী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
না’গঞ্জে করোনা হাসপাতালে আক্রান্ত ৩০ স্বাস্থ্যকর্মী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে (খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল) নতুন করে আরও তিন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের এখানে নতুন করে তিনজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে গেছেন।

এর আগে তত্ত্বাবধায়ক, ডাক্তারসহ ২৭ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।  

ডা. শামসুদ্দোহা সরকার বলেন, আমরা নানা চড়াই উতরাই পার করে নতুন টিম, বিকল্প টিম মিলিয়ে আমাদের সেবা কার্যক্রম পুরোপুরি চালু রেখেছি। হাসপাতালে ইতোমধ্যে ৪৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।