মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
তিনি বাংলানিউজকে জানান, গত ২২ ও ২৩ এপ্রিল সুনামগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল যাদের, তাদের মধ্য থেকে পরীক্ষায় ১১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের পরিবারের অন্যদের রক্ত পরীক্ষা করা হবে। করোনা শনাক্তদের বাড়িও আশপাশের বাড়ি লকডাউন করা হবে। এছাড়া ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সবার নমুনা তিন দিনের মধ্যে সংগ্রহ করে সিলেট করোনা পরীক্ষাগারে পাঠানো হবে। সবার ফলাফল আসার পর পরিস্থিতি দেখে পরবর্তীতে লকডাউন তুলে নেওয়া হবে।
নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালকসহ চারজন, দোয়ারাবাজার উপজেলার তিনজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুইজন, জগন্নাথপুরের একজন ও সুনামগঞ্জ সদর উপজেলার একজন রয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময় ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসআরএস