শুক্রবার (১ মে) সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কারো সুস্থ হওয়ার খবরও নেই।
জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৩০৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৯৭৯ জনের ফলাফল করোনা ভাইরাস পজিটিভ এসেছে।
জেলায় এখন পর্যন্ত শনাক্ত রোগী ৯৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ৩০ জন।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মে ০১, ২০২০
এমআরপি/এফএম