বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, নবম সপ্তাহের মেয়াদকাল ছিল ৩ মে থেকে ৯ মে পর্যন্ত।
নাসিমা সুলতানা বলেন, দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের। মোট শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। মোট মৃত্যু হয়েছে ২৮৩ জনের।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তকরণে নমুনা সংগ্রহ করা হয়েছে আরও ৭ হাজার ৮৩৭টি। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৯২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৩০টি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৬০৩ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০১ জন। মোট আইসোলেশনে আছেন ২ হাজার ৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ৩ হাজার ৩১ জন। অদ্যাবধি আইসোলেশনে এসেছেন ২ লাখ ৩০ হাজার ৩৭৩ জন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ১৪, ২০২০
পিএস/আরবি/