ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

না’গঞ্জ করোনা হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, মে ১৬, ২০২০
না’গঞ্জ করোনা হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ আক্রান্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে (খানপুর ৩শ শয্যা হাসপাতাল) ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬৫ জন আক্রান্ত রোগী। এরা সবাই ভালো আছেন এবং তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

শনিবার (১৬ মে) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।

তিনি জানান, এখানে যারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, তারা সবাই সুস্থ হওয়ার দিকে।

দুপুর পর্যন্ত আমাদের হাসপাতালে নতুন একজনসহ ৬৫ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। আমাদের চিকিৎসাকর্মীরা তাদের পাশে থেকে চিকিৎসাসেবা দিচ্ছেন। এখানে রোগীদের আইসোলেট করে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে এবং ইনডোর, আউটডোর সবখানেই আমাদের ডাক্তার-নার্সরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

ইতোমধ্যে এ হাসপাতালে সেবা দিতে গিয়ে এখানে ৫০ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।   

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ১৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।