এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার (১৫ মে) রাতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পালিয়ে যাওয়া ওই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী গ্রামে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে আইসোলেশন ওয়ার্ড থেকে কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে ওই রোগী পালিয়েছেন।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ১২ মে ওই যুবক শেবাচিমের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কি না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১৩ মে মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট হাতে পাওয়ার আগেই কৌশলে ওই যুবক পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ১৬, ২০২০
এমএস/আরআইএস/