ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ঢাকা থেকে ৩ লাখ ‘হাতে টানা’ রিকশা আসছে কলকাতা দখলে: শুভেন্দু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
ঢাকা থেকে ৩ লাখ ‘হাতে টানা’ রিকশা আসছে কলকাতা দখলে: শুভেন্দু বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

কলকাতা: বাংলাদেশ নিয়ে ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে বাংলাদেশ ইস্যুতে তিনি নিশানা করলেন মুখ্যমন্ত্রীকেও।

সোমবার (০৯ ডিসেস্বর) বিধানসভায় বক্তব্যে তিনি ক্ষোভ উগড়ে দেন।

বাংলাদেশ ইস্যুতে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছে টা কী? রাফাল (যুদ্ধবিমান) রাখা আছে হাসিমারায়। শুধু রাফালের আওয়াজে ওদের সব হয়ে যাবে। ’

মমতার উদ্দেশে বিরোধী এই নেতা বলেন, ‘তিনি (মমতা) ভারত সরকারকে চিঠি দিতে পারেন। বাংলাদেশের ঘটনায় পশ্চিমবঙ্গে ব্যাপক জনরোষ তৈরি হয়েছে।  মুখরক্ষার জন্য এসব বলছেন তিনি। ‘তার (মমতা) সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সরাসরি মুহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন। নরেন্দ্র মোদীর নিন্দা করছেন। ’

‘বাংলাদেশ ঘটনা নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী, ফিরহাদ হাকিম পথে নামলে রাজ্য সরকার অনুমতি দেয়। আর হিন্দুরা জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। অর্থাৎ তার (মমতা) একই অঙ্গে বহু রূপ রয়েছে। তার কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ৯ ডিসেম্বরর ২০২৪
ভিএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।