ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২ নিহত সাংবাদিক হেলমি আল-ফাকাওয়ি ও যুবক ইউসুফ আল-খাজান্দার

গাজার খান ইউনুসে নাসির হাসপাতালে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, নিহত যুবক ইউসুফ আল-খাজান্দার হামলার সময় ওই এলাকায় ছিলেন।

এর আগে আলজাজিরা জানিয়েছিল, ইসরায়েলি ওই হামলায় সাংবাদিক হেলমি আল-ফাকাওয়ি নিহত হয়েছেন।

এই হামলায় আরও সাতজন সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন—আহমদ মানসুর, হাসান এসলাইহ, আহমদ আল-আঘা, মোহাম্মদ ফায়েক, আবদাল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।