ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ‘হাগুপিট’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ‘হাগুপিট’

ঢাকা: ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ‘হাগুপিট’। ঘণ্টায় দু’শ পঞ্চাশ কিলোমিটার (১৫৫ মাইল) বেগে স্থানীয় সময় শনিবার এটি আঘাত হানতে পারে।



স্থানীয়ভাবে টাইফুনটির নাম দেওয়া হয়েছে ‘রুবি’। টাইফুনটি পূর্বাঞ্চলীয় সামার প্রদেশ ও তাকলোবান শহরের দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে, টাইফুনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ক্যাটাগরি ৫ টাইফুনটি বৃহস্পতিবার বিকেলের পর কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি ৪ টাইফুনে রুপান্তরিত হয়েছে। টাইফুনের প্রভাবে ইতোমধ্যে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে।

একই এলাকায় এক বছর আগে আঘাত হানা টাইফুন ‘হাইয়ান’ এ বহু প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।