ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুলাইমি কি আইএস প্রধান বাগদাদির স্ত্রী?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
দুলাইমি কি আইএস প্রধান বাগদাদির স্ত্রী? ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি সিরিয়া সীমান্ত দিয়ে লিবিয়ায় প্রবেশকালে গ্রেফতার করা হয় আইএস প্রধান বাগদাদির কথিত স্ত্রীকে। তারপর ওই নারীর ছবি প্রকাশ করেছে লিবিয়ার সেনারা।



তবে আইএসের পক্ষ থেকে জানানো হয়, ওই নারীর সঙ্গে কখনোই বাগদাদির বিয়ে হয়নি। উল্টো তাদের দাবি, ওই নারীর সঙ্গে তাদের প্রতিপক্ষ জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে।

লেবানিজ ও মার্কিন কর্মকর্তাদের জানান, গত সপ্তাহে তারা ছেলেসহ বাগদাদির স্ত্রীকে আটক করেছেন। কিছু লেবানিজ কর্মকর্তা আটক নারীর নাম দিয়েছেন সাজা আল-দুলাইমি।

গত বুধবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান এক বিবৃতিতে জানান, দুলাইমির সঙ্গে কখনোই বাগদাদির বিয়ে হয়নি। তবে কিছু জিহাদিদের সঙ্গে তার আত্মীয়তা রয়েছে।

সাদ মান জানান, বোমা হামলার সঙ্গে জড়িত থাকার জন্য দুলাইমির ভাই ওমরকে ইরাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কারাগার থেকে পালিয়ে সিরিয়া চলে যান। পরে সিরিয়া সরকার আটক করলেও বন্দি চুক্তির আওতায় তাকে মুক্তি দেওয়া হয়।

মান আরো জানান, আত্মঘাতী বোমা হামলা চালানোর চেষ্টাকালে দুলাইমির বোনকে আটক করে কুর্দিশ কর্তৃপক্ষ। তার বাবা ইরাক থেকে পালিয়ে নুসরা ফ্রন্ট্রে যোগ দিয়েছেন।

এদিকে বুধবার লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রী নুহাদ ম্যাকনৌক স্থানীয় এক টিভিকে দেওয়া সাক্ষাতকারে জানান, দুলাইমির সঙ্গে ছয় বছর আগে বাগদাদির বিয়ে হয়। ওই বিয়ে টিকেছিল মাত্র ৩ মাস।

তবে দুলাইমির সঙ্গে বাগদাদির সম্পর্কের ব্যাপারে নানা অমত থাকলেও তার লেবাননে প্রবেশ করার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশস সময়: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

** লেবাননে আইএস প্রধানের স্ত্রী-ছেলে আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।