ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
পাকিস্তানে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।



শুক্রবার (০৮ জানুয়ারি) স্থানীয় সময় ৩টা ৭ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল আফগানিস্তানের জার্ম এলাকা থেকে ৩২ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে ২১৯ কিলোমিটার গভীরে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার, মালাকান্দ, মানসেহরা, হরিপুর ও অ্যাবোটাবাদে এ কম্পন অনুভূত হয়। এছাড়া আফগানিস্তান ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আক্রান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।