ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এসএটিভির রিপোর্টার তুহিনের ওপর হামলায় ক্র্যাবের নিন্দা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসএটিভির রিপোর্টার তুহিনের ওপর হামলায় ক্র্যাবের নিন্দা 

ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও এসএটিভির স্টাফ রিপোর্টার তাইফুর রহমান তুহিনের ওপর মাদক কারবারির হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ক্র্যাব।

মঙ্গলবার সংগঠনের ক্র্যাব দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বার্তায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

তুহিন জানান, র‌্যাবের একটি প্রোগ্রাম শেষ করে কারওরান বাজারে মাদক কারবারিদের হামলার শিকার হন তিনি ও তার ক্যামেরা পার্সন টিএইচ মুসলিম। মাদক কারবারিদের ছোড়া ইট পাটকেলে গাড়ির গ্লাস ভেঙে তুহিন আহত হয়েছেন।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা তুহিনের ওপর হামলার তীব্র প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসজেএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।