ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে তক্ষকসহ আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
নালিতাবাড়ীতে তক্ষকসহ আটক ৩ 

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে বন্যপ্রাণি তক্ষকসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।  
 
আটকরা হচ্ছেন, নালিতাবাড়ী উপজেলার  বুরুঙ্গা গ্রামের শেখ ফরিদের ছেলে মনির হোসেন (২৭), শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আজমত আলীর ছেলে মোশাররফ হোসেন (২৬) ও শেরপুর সদর উপজেলার মুন্সিরচর গ্রামের আলমাছ শেখের ছেলে সাইফুল ইসলাম (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের মৃত ইসহাকের ছেলে আবদুল মালেকের বাড়িতে তক্ষক কেনাবেচা করার উদ্দেশ্যে তারা একত্রিত হন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে মনির হোসেন, মোশাররফ হোসেন ও সাইফুল ইসলামকে একটি জীবিত তক্ষকসহ গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।