ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বইমেলায় চাঁদাবাজি: আটক ছাত্রলীগ নেতাদের নামে ছিনতাই মামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
বইমেলায় চাঁদাবাজি: আটক  ছাত্রলীগ নেতাদের নামে ছিনতাই মামলা ছাত্রলীগ নেতা মোহাইমেনুল ইসলাম ওরফে ইমন ও রাজীব হোসেন ওরফে নবীন

ঢাকা: বইমেলায় চাঁদাবাজি করার সময় আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) দুই ছাত্রলীগ নেতাকে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়েছে শাহবাগ থানা পুলিশ।

শুক্রবার (১৭ফেব্রুয়ারি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বাংলানিউজকে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাবির মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমেনুল ইসলাম ইমন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সহ-সভাপতি রাজীব হোসেন ওরফে নবীন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বইমেলার উদ্যান অংশে চাঁদপুর থেকে আসা চার ব্যক্তির কাছ থেকে পুলিশ পরিচয়ে দেড় হাজার টাকা ছিনিয়ে নেন অভিযুক্তরা। পরে গাড়িভাড়া হিসেবে ৬০০ টাকা ফেরত দেন। এসময় ভুক্তভোগীরা চিৎকার করলে পুলিশে এসে অভিযুক্তদের আটক করে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।