ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে ট্রেন যাত্রীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে ট্রেন যাত্রীর মৃত্যু 

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা লেগে মারুফ (২০) নামে এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ একই উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড় বাউল এলাকার আনিছুর রহমানের ছেলে।  

দিনাজপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জেসমিন আক্তার বলেন, ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে বাসায় ফিরছিলেন মারুফ। পরে চিরিরবন্দর স্টেশন এলাকায় আসলে জানলা দিয়ে বাইরে তাকানোর সময় সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা খান তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮ ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।