ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ আটক ৪

ভোলা: ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে আট করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। এ সময় তাদের কাছে থেকে একটি বোট ও সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।

রোববার (১২ মার্চ) রাতে মেঘনার ইলিশা পয়েন্টে অভয়াশ্রম থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন তথ্যে খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম রোববার রাতে ইলিশা পয়েন্টে অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে। এ সময় ইলিশ ধরার অপরাধে একটি ট্রলার, সাড়ে ৫ হাজার কেজি মাছসহ ৪ জেলেকে আটক করা হয়।

জব্দকৃত মাছ মৎস্য কর্মকর্তাদের উপস্তিতিতে মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের মুসলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী বাংলানিউজকে বলেন, ইলিশ রক্ষায় কোস্টগার্ডে এ অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, ইলিশের অভাশ্রম রক্ষায় ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ৯০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাসের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।