ঢাকা: রাজধানীর নিউমার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সর্বমোট ৩০টি ইউনিট যোগ দিয়েছে। সব মিলিয়ে ঘটনাস্থলে কাজ করছেন ২২০ জন ফায়ার সার্ভিস কর্মী।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে সর্বমোট ৩০টি ইউনিট। আর মোট জনবল নিয়োজিত আছেন ২২০ জন।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া ঘটনাস্থলে সেনা-নৌ-বিমান বাহিনীসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-পুলিশ।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
পিএম/আরবি