ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাত কেটে প্রেমিকার নাম লিখে যুবকের ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
হাত কেটে প্রেমিকার নাম লিখে যুবকের ‘আত্মহত্যা’

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে নিজের হাত কেটে প্রেমিকার নাম লিখে মো. ইয়াসিন (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা।  

শনিবার (২২ এপ্রিল) রাতে ওই যুবককে তার ঘরে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা।

দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াসিন উপজেলার দৈহারি ইউনিয়নের গণকপাড়া গুচ্ছ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল হোসেনের ছেলে। এলাকায় অটোরিকশা চালাতেন তিনি।

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ।  

তিনি বলেন, কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন তা তদন্ত ছাড়া বলা যাবে না। রোববার ময়নাতদন্তের জন্য তার মরদেহ পিরোজপুরে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গুচ্ছ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রবীর কুমার মণ্ডল বলেন, ওই যুবকের হাতে একটি মেয়ের নাম লেখা ছিল। যেহেতু হাত কেটে নাম লেখা দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে প্রেমজনিত কোনো কারণে ছেলেটি আত্মহত্যা করতে পারে।

তবে ছেলে আত্মহত্যা করেছে কি না সে প্রশ্নে নিহতের বাবা মো. বেল্লাল হোসেন বলেন, আমি কিছুই বলতে পারব না। সন্ধ্যার দিকে ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে হাসপাতালে এনেছি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।