ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আ. রব হাওলাদারসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।  

সোমবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, জগইরহাট এলাকার খাদেম হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সাবেক ইউপি সদস্য রবের। তাদের মধ্যে হামলা, জখম ও পাল্টা হামলার ঘটনায় আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাদেম ও রবের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে খাদেমের লোকজন দলবদ্ধভাবে কুপিয়ে ও পিটিয়ে রব এবং তার সঙ্গে থাকা ভাইয়ের ছেলে বেলায়েত হোসেনকে গুরুতর আহত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার রাজাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মানিক হালদার মৃত ঘোষণা করেন।

মানিক হালদার জানান, উভয়ের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, মঙ্গলবার (২৫ এপ্রিল) মরদেহ দুটি রাজাপুর হাসপাতালের মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।